Tuesday, July 28, 2020

Lineage OS GSI Rom For Redmi 8 Olive(Android 10)


আশা করি সবাই ভালো আছেন।
রেডমি ৮ এ কিভাবে Lineage Os GSI রম ইন্সটল করবেন আজকে তা নিয়ে আলোচনা করব। 
GSI ইন্সটল করার জন্য আপনার ফোনের বুটলোডার আনলোক থাকা লাগবে এবং TWRP ও VbMeta.img ইন্সটল থাকা লাগবে

১) কিভাবে বুটলোডার আনলোক করবেন?: https://gro4tech.blogspot.com/2020/05/how-to-unlock-bootloader-on-xiaomi.html

২) কিভাবে TWRP ও VbMeta.img ইন্সটল করবেন?: https://gro4tech.blogspot.com/2020/06/twrp-how-to-install-twrp-and-vbmeta-on.html

যা যা ফাইল ডাউনলোড থাকা লাগবে?
১) Lineage OS GSI  Download and Unzip (Without Gaaps)         DOWNLOAD

২) Open GAAPS (arm 64, android 10, pico/nano)      DOWNLOAD
৩) Permissive.zip                Google Drive:  DOWNLOAD
 ৪) Certification Patch.zip          Google Drive:  DOWNLOAD

কিভাবে ইন্সটল করবেন? ঃ


১) প্রথমে আপনার ফোনের TWRP মোড চালু করুন। (ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। )
২) Wipe এ ক্লিক করে ফরম্যাট ডাটা ক্লিক করে yes লিখে ফরম্যাট করুন। (Most Important)
৩) আবার Wipe এ ক্লিক করে Advanced Wipe এ ক্লিক করুন। এখান থেকে Cache,Data,System,Internal Storage সিলেক্ট করে Wipe করুন।
৪) এবার Install এ ক্লিক করে Select Image এ ক্লিক করে Lineage OS img ফাইল ফ্ল্যাশ করুন।
৫) আবার Install এ ক্লিক করে  Permissive.zip ফ্ল্যাশ করুন।
এবার আমাদের ওপেন গ্যাপ ইন্সটল করতে হবে। এর জন্য প্রথমে সিস্টেম পার্টিশন রিসাইজ করতে হবে।
৬) এবার Wipe এ ক্লিক করুন Advance Wipe এ ক্লিক করুন এবং এখানে System সিলেক্ট করুন, তারপর Repair or Change File System  এ ক্লিক করে Resize file system এ ক্লিক করে Swipe করুন।
৭) এবার Install এ ক্লিক করে Open Gaaps ফ্ল্যাশ করুন।
৮) এখন Install এ ক্লিক করে Certification Patch.zip ফ্ল্যাশ করুন। 
৯) রিবুট সিস্টেমে ক্লিক করে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। 

১০) আপনি যদি Magisk বা রুট করতে চান তাহলে জানুন কিভাবে করতে হয়। https://gro4tech.blogspot.com/2020/06/how-to-root-or-install-magisk-on-redmi.html

আপনার কাজ সম্পন্ন হয়েছে। এখন আরাম করে ব্যাবহার করুন। 

GSI রম হয়ার কারনে এখানে কিছু বাগ রয়েছে। আমি যে বাগ পেয়েছি ঃ
১) Auto Brightness
২) Auto Rotation
৩) VoLTE (Not Sure)

SCREENSHOT: 




সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ। 

1 comment:

  1. i cannot download the permissive .zip and certifications.zip from the link you provided........

    ReplyDelete