Sunday, June 21, 2020

কিভাবে রেডমি ৮ ফোনে TWRP ইন্সটল করবেন? (How to install TWRP and Vbmeta on Redmi 8)


আশা করি সবাই ভালো আছেন।
রেডমি ৮ এ কিভাবে TWRP install করবেন আজকে তা বলার চেস্টা করব। আমরা অনেকেই জানি আবারে অনেকেই জানি না কিভাবে ইন্সটল করতে হয়। আজকে আমার এই টিওটোরিয়াল যারা জানি না তাদের জন্য। 
TWRP ইন্সটল করার জন্য আপনার ফোনের বুটলোডার আনলোক করতে হবে। কিভাবে শাওমী ফোনের বুটলোডার আনলোক করতে হয় জানতে এখানে ক্লিক করুন। 
আমি ধরে নিলাম আপনি আপনার ফোনের বুটলোডার আনলোক করেছেন, তাহলে এখন  আমাদের কি কি লাগবে?
লাগবেঃ

১) কম্পিউটার
২) মোবাইলের ডাটা ক্যাবল
৩) মোবাইল
৪) Minimal ADB Fastboot Software (কম্পিউটার এ ইন্সটল করতে হবে) 
     ডাউনলোড লিঙ্কঃ Google Drive       DOWNLOAD

৫) TWRP.img (জিপ ফাইলকে আনজিপ করুন তাহলে img ফাইল পাবেন)
     ডাউনলোড লিঙ্কঃ Google Drive      DOWNLOAD

৬) Vbmeta.img (জিপ ফাইলকে আনজিপ করুন তাহলে img ফাইল পাবেন)
   ডাউনলোড লিঙ্কঃ Google Drive        DOWNLOAD

কিভাবে করবেনঃ 





১) প্রথমে আপনার কম্পিউটার এ Minimal ADB Fastboot Software ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনার পিসির "C"- ড্রাইভ এ একটি ফোল্ডার দেখবেন "Minimal ADB Fastboot" নামে। 

২) এবার এই ফোল্ডার এ ডাউনলোড করা "TWRP.img" এবং "Vbmeta.img" ফাইল দুটা কপি করে পেস্ট করুন। 

৩) "cmd-here" এ ক্লিক করে কমান্ড অপশন চালু করুন। 

৪) আপনার মোবাইল ফাস্টবুট মুডে চালু করে পিসির সাথে ডাটা ক্যাবল দিয়ে সংযোগ দিন। (মোবাইল ফাস্টবুট মুডে নেয়ার জন্য Volume Down এবং power বাটন একসাথে চাপুন) 

৫) এবার cmd তে লিখুন " fastboot devices " এবং enter press করুন। আপনার ডিভাইস যদি ভালোভাবে কানেক্টেড থাকে তাহলে এখানে দেখাবে।

৬) এবার cmd তে লিখুন " fastboot flash recovery twrp.img" এবং enter press করুন। 

৭) আবার cmd তে লিখুন " fastboot flash vbmeta vbmeta.img " এবং enter press করুন। 

৮) আবার cmd তে লিখুন " fastboot reboot " এবং enter press করুন।

Attention!!!:  (fastboot reboot লিখে enter press করার সাথে সাথে আপনার মোবাইলে ভলিউম আপ বাটন টা ধরে রাখুন, তাহলে আপনার TWRP ইন্সটল হবে এবং আপনাকে TWRP পেজে নিয়ে যাবে। তা না হলে TWRP ইন্সটল হবে না) 

সবাই ভালো থাকবেন। 
কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ। 

1 comment:

  1. এন্ড্রয়েড ১০ এর জন্য কি একই প্রসিডিওর?

    ReplyDelete