Monday, May 4, 2020

How to Unlock Bootloader on Xiaomi Devices(কিভাবে যেকোন শাওমী ফোনের বুটলোডার আনলোক করবেন) ।



আসসালামু আলাইকুম।
আমার এখনো মনে আছে আমি যখন রেডমি নোট ৪ বুটলোডার আনলোক করতে চেযেছিলাম তখন শাওমীর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হইত, এবং কি কারনে আপনি বুটলোডার আনলোক করতে চান তার একটি যুক্তিযুক্ত কারন উল্লেখ করতে হত। কিন্তু এখন এত কিছু করার দরকার নাই। শাওমি এখন আনলক এর ব্যাপারটা সহজ করে দিয়েছে। কিভাবে আপনারা শাওমি ফোনের বুটলোডার আনলক করবেন সেই বিষয়ে লেখার চেষ্টা করব।

১) আপনাদের যাদের Mi অ্যাকাউন্ট আছে ভাল কিন্তু যাদের নাই তাদের প্রথম কাজ হল অ্যাকাউন্ট করা। একাউন্ট করবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বার ব্যাবহার করে। কারন আপনার মি একাউন্ট এর সাথে আপনার ফোন নাম্বার সিঙ্ক (Sync) করতে হবে। আপনার মবাইলে Find my Device অপশন চালু না থাকলে চালু করে দিন।  

চালু করতে Mi account>Mi cloud>Find device এভাবে যান। Find my Device চালু হয়েছে কিনা জানার জন্য ভিজিট করুন  i.mi.com .

২) উপরের কাজ ঠিকভাবে করতে পারলে এবার এই ধাপ অনুশরন করুন।
আপনার মোবালে যদি ডেভেলপার অপশন চালু থাকে ভাল আর না থাকলে চালু করুন। চালু করার জন্য আপার মোবাইল এর এবাউট অপশন এ যান। এরপর MIUI ভার্শন লেখায় ৫বার ট্যাপ করুন, দেখবেন ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। ডেভেলপার অপশন পাওয়ার জন্য আপনার মোবাইল এর Setting>Additional setting>Developer Option এ যান।

এবার Developer Option থেকে Mi Unlock Status এ ক্লিক করুন। আপনার ডিভাইস এখানে লক দেখবে। এখন আপনার মোবাইলের ডাটা ওপেন করে Add account and Device এ ক্লিক করুন(wi-fi দিয়ে হবে না)।

এর ফলে আপনার mi একাউন্ট আনলক করার জন্য অথরাইজড হয়ে গেল। এবার আপনি OEM Unlock এবং USB Debugging অপশন অন করে দিন।

৩) এবার আপনার পিসি তে Xiaomi Unlock Tools ডাউনলোড  করুন। নিচের লিঙ্ক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
                       https://en.miui.com/unlock/download_en.html

জিপ ফাইল এক্সট্রাক্ট করে আনলক টুল ওপেন করুন।
আপনার Mi Account এ সাইন ইন করুন।

আপনার মোবাইল অফ করুন। ফাস্টবুট মোডে অন করুন। ফাস্টবুট মোড এ যাওয়ার জন্য ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।
দেখুন আপনার মোবাইল কানেক্টেড দেখাবে।

এবার আনলোক বাটনে প্রেস করুন।
আনলোক শুরু হয়ে যাবে।


৪) অনেকের প্রথম বারেই মোবাইল আনলক হয়ে । আবার অনেকের ক্ষেত্রে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। আনলক করতে গিয়ে আপনারা অনেকে এইরকম মেসেজ পেতে পারেন, “Couldn’t unlock, Please unlock 168 hours later. “ 

এই রকম ম্যাসেজ পেয়ে থাকলে যতক্ষন বলা থাকবে ততক্ষন পর চেষ্টা করলেই হবে।

৫) আপনি যদি বুটলোডার ঠিক ভাবে আনলক করেন তাহলে মোবাইলের ডেভেলোপার অপশন এ গিয়ে দেখুন আনলক দেখাবে।
ব্যাস হয়ে গেল আপনার মোবাইল এর বুটলোডার আনলক। এখন TWRP ইন্সটল করুন, রুট করুন, কাস্টম রম ব্যাবহার করুন আরামে। 
আল্লাহ হাফেজ।

0 comments: