Tuesday, June 23, 2020

How to Root or Install Magisk on Redmi 8, 8A, 8A Dual (কিভাবে রেডমী ৮ রুট করবেন?)


আশা করি সবাই ভালো আছেন।
রেডমি ৮ এ কিভাবে Magisk install বা রুট করবেন আজকে তা বলার চেস্টা করব। আমরা অনেকেই জানি আবারে অনেকেই জানি না কিভাবে ইন্সটল করতে হয়। আজকে আমার এই টিওটোরিয়াল যারা জানি না তাদের জন্য। 
Magisk ইন্সটল করার জন্য আপনার ফোনের বুটলোডার আনলোক থাকতে হবে এবং আপনার ফোনে TWRP ইন্সটল করা থাকতে হবে। 

কিভাবে বুটলোডার আনলোক করবেন?: https://gro4tech.blogspot.com/2020/05/how-to-unlock-bootloader-on-xiaomi.html

কিভাবে TWRP ইন্সটল করবেন?: https://gro4tech.blogspot.com/2020/06/twrp-how-to-install-twrp-and-vbmeta-on.html

আমি ধরে নিলাম আপনি উপরের দুইটি কাজ করেছেন , তাহলে এখান থেকে Magisk 20.4 zip 

ডাউনলোড করুন। 
                               
GOOGLE DRIVE: DOWNLOAD


ডাউনলোড করার পর ফাইলটা আপ্নারে মোবাইলের মেমরি কার্ডে রাখুন।

১) মোবাইল অফ করে TWRP মোডে যান। (TWRP মোডে যাওয়ার জন্য মোবাইলের ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে ধরে রাখুন।)
২) Install এ ক্লিক করে Magisk 20.4 zip ফাইলটা ফ্লাশ করুন।
৩) ফ্ল্যাশ হলে রিবুট ডিভাইস এ ক্লিক করুন। 
 

ব্যাস হয়ে গেল আপনার মোবাইলে Magisk ইন্সটল। 
সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ। 

0 comments: