আশা করি সবাই ভালো আছেন।
আপনারা সবাই জানেন শাওমি রেডমি ৮ এর জন্য Android 10 আপডেট অবমুক্ত করেছে। কিন্তু এটা শুধুমাত্র চায়না রম এর জন্য। চায়না রমে যেহেতু অনেক আনয়ান্টেড এপস থাকে আবার প্লে স্টোর ইন্সটল করা ঝামেলা তাই আমরা ব্যাবহার করব Xiaomi EU রম।
রেডমি ৮ এ কিভাবে MIUI 11/Android 10 রম ইন্সটল করবেন আজকে তা নিয়ে আলোচনা করব।
ইন্সটল করার জন্য আপনার ফোনের বুটলোডার আনলোক থাকা লাগবে এবং TWRP ও VbMeta.img ইন্সটল থাকা লাগবে।
১) কিভাবে বুটলোডার আনলোক করবেন?: https://gro4tech.blogspot.com/2020/05/how-to-unlock-bootloader-on-xiaomi.html
২) কিভাবে TWRP ও VbMeta.img ইন্সটল করবেন?: https://gro4tech.blogspot.com/2020/06/twrp-how-to-install-twrp-and-vbmeta-on.html
যা যা ফাইল ডাউনলোড থাকা লাগবে?
কিভাবে ইন্সটল করবেন? ঃ
১) প্রথমে আপনার ফোনের TWRP মোড চালু করুন। (ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। )
২) Wipe এ ক্লিক করে ফরম্যাট ডাটা ক্লিক করে yes লিখে ফরম্যাট করুন। (Most Important)
৩) আবার Wipe এ ক্লিক করে Advanced Wipe এ ক্লিক করুন। এখান থেকে Cache,Data,System,Internal Storage,Vendor সিলেক্ট করে Wipe করুন।
৪) এবার Install এ ক্লিক করে xiaomi.eu_multi_HM8_V11.0.1.0.QCNCNXM_v11-10.zip ফাইল ফ্ল্যাশ করুন।
৫) রিবুট সিস্টেমে ক্লিক করে ৫-১০ মিনিট অপেক্ষা করুন।
আপনি যদি Magisk বা রুট করতে চান তাহলে জানুন কিভাবে করতে হয়। https://gro4tech.blogspot.com/2020/06/how-to-root-or-install-magisk-on-redmi.html
আপনার কাজ সম্পন্ন হয়েছে। এখন আরাম করে ব্যাবহার করুন।


0 comments: